Class 6 Home Science Assignment Answer 2021 6th Week. শিশুর বয়সের উপর ভিত্তি করে শিশুকালের বি ভিন্ন নামকরুন করা হয়েছে। নিম্নোক্ত ছকের নাম অনুযায়ী শিশুকালের বয়সসীমা এবং তাদের বৈশিষ্ঠ্য লিখ।Class 6 Home Science 6th Week Assignment Answer. ক্লাস ৬ এর গার্হস্থ্য বিজ্ঞান ষষ্ঠ সপ্তাহের এসাইনমেন্ট সমাধান। Garhosto Biggan 6 Soptaher Assignment Er Uttor ba Somadhan.
মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা অধিদপ্তর সপ্তাহের ষষ্ঠ শ্রেণির গার্হস্থ্য বিজ্ঞান এসাইনমেন্ট সিলেবাস প্রকাশ করেছেন। সুতরাং আপনাদের মধ্যে অনেকেই সপ্তাহের ষষ্ঠ শ্রেণির গার্হস্থ্য বিজ্ঞান এসাইনমেন্ট এর প্রশ্নের উত্তর খুঁজে থাকেন। তাদের উদ্দেশ্য করে মূলত আমাদের এই পোস্টটি করা হয়েছে।
শিশুর বয়সের উপর ভিত্তি করে শিশুকালের বিভিন্ন নামকরুন, বয়সসীমা এবং তাদের বৈশিষ্ঠ্য
শিক্ষার্থীরা নির্ধারিত নিয়ম অনুসরণ করে সংশ্লিষ্ট বিষয়ের অ্যাসাইনমেন্ট গুলো সম্পন্ন করে তাদের বিষয়ে শিক্ষকের নিকট যথাসময়ে জমা দিবে। শিক্ষক এসাইনমেন্ট মূল্যায়ন নির্দেশনা অনুসরণ করে শিক্ষার্থীদের মূল্যায়ন করবেন।
শিশুর বয়সের উপর ভিত্তি করে শিশুকালের বিভিন্ন নামকরুন করা হয়েছে। নিম্নোক্ত ছকের নাম অনুযায়ী শিশুকালের বয়সসীমা এবং তাদের বৈশিষ্ঠ্য লিখ।
১ নং প্রশ্নের উত্তর
উত্তরঃ ১৯৮৯ সালে জাতিসংঘ ঘোষিত শিশু অধিকার সনদে ১৮ বছরের নিচে সকলকে শিশু হিসেবে গণ্য করা হয়। এখন প্রশ্ন হতে পারে একটি সদ্যজাত শিশু বা একজন ৫ বছর বয়সের বৈশিষ্ট্য কি এক? কখনই না। তাই শিশুর বিভিন্ন বৈশিষ্ট্যের উপর ভিত্তি করে শিশুকালকে বিভাজন করার প্রয়োজন আছে
(জন্ম – ২ সপ্তাহ) = নবজাতক কাল
(২ সপ্তাহ – ২ বছর) = অতি শৈশব
( ২বছর – ৬ বছর)= প্রারম্ভিক শৈশব
( ৬ বছর -১০/১১ বছর) = মধ্য শৈশব
প্রতিটি শিশুই পরিবারের একজন গুরুত্বপূর্ণ সদস্য তাই শিশুর বিভিন্ন বৈশিষ্ট্রের উপর ভিত্তি করে বিভাজন করার প্রয়োজন আছে। কারণ-
- শিশুর সাথে সঠিক আচরণ করতে পারবো।
- বিভিন্ন বয়সের শিশুর চাহিদা পূরণ করতে পারবো।
- শিশুর বেড়ে ওঠার জন্য উপযুক্ত পরিবেশ তৈরি করতে নতুন মা-বাবাকে সচেতন করতে পারবো।
- যেকোন ধরনের অস্বাভাবিকতায় সময় মতো চিকিৎসা করতে পারবো।
- বড় ভাই-বোন হিসেবে তাকে যত্ন ও সঙ্গ দিতে পারবো।