৯ম শ্রেণি গণিত সমাধান ৭ম সপ্তাহের এ্যাসাইনমেন্ট ২০২১

৯ম শ্রেণি গণিত ৭ম সপ্তাহের এ্যাসাইনমেন্ট এর বাছাইকরা উত্তর নিয়ে এলাম। এটি অনুসরণ করার মাধ্যমে তোমরা ২০২১ শিক্ষাবর্ষের নবম শ্রেণীর সপ্তম সপ্তাহের গণিত বিষয়ের দ্বিতীয় এসাইনমেন্ট এর উত্তর যথাযথভাবে দিতে পারবে বলে আশা করছি। প্রশ্নটি ছিল নিম্নরুপ
কোভিড-১৯ মহামারী পরিস্থিতিতে কোনাে এলাকার একটি যুবসংঘ, অসহায় 100 টি পরিবারের এক সপ্তাহ চলার মতাে খাদ্য ও নিত্য প্রয়ােজনীয় সামগ্রী বিতরণের উদ্দ্যেশে 2,10,000 টাকার। একটি বাজেট প্রণয়ন করলাে। তাই প্রত্যেক সদস্য সমান চাদা প্রদান করার সিদ্ধান্ত নিলেন। কিন্তু চাঁদা দেওয়ার সময় 10 জন সদস্য চাঁদা দিতে ব্যর্থ হলেন। ফলে প্রত্যেক সদস্যের মাথাপিছু চাঁদার পরিমাণ 50 টাকা করে বেড়ে গেল।

৯ম শ্রেণি গণিত সমাধান ৭ম সপ্তাহের এ্যাসাইনমেন্ট

শিক্ষার্থীরা গণিত পাঠ বইয়ের তৃতীয় অধ্যায় বীজগাণিতিক রাশি এর নির্ধারিত পাঠ অধ্যায়ন করে সপ্তম সপ্তাহের গণিত বিষয়ের দ্বিতীয় এসাইনমেন্ট করবে।

এ্যাসাইনমেন্ট বা নির্ধারিত কাজঃ

কোভিড-১৯ মহামারী পরিস্থিতিতে কোনাে এলাকার একটি যুবসংঘ, অসহায় 100 টি পরিবারের এক সপ্তাহ চলার মতাে খাদ্য ও নিত্য প্রয়ােজনীয় সামগ্রী বিতরণের উদ্দ্যেশে 2,10,000 টাকার। একটি বাজেট প্রণয়ন করলাে। তাই প্রত্যেক সদস্য সমান চাদা প্রদান করার সিদ্ধান্ত নিলেন। কিন্তু চাঁদা দেওয়ার সময় 10 জন সদস্য চাঁদা দিতে ব্যর্থ হলেন। ফলে প্রত্যেক সদস্যের মাথাপিছু চাঁদার পরিমাণ 50 টাকা করে বেড়ে গেল।

নিচের ধাপগুলাের সমাধান কর:
১: যুবসংঘের সকল সদস্য চাঁদা প্রদান করলে, সদস্য সংখ্যাকে ৫ এবং সদস্যদের মাথাপিছু চাঁদার পরিমাণকে a ধরে মােট চাঁদার পরিমানকে ৫ এর মাধ্যমে প্রকাশ কর।
২: 10 জন সদস্য চাদা না দেওয়ার ফলে মােট চাঁদার পরিমানকে ৫ এর মাধ্যমে প্রকাশ কর ।
৩: ঐ যুবসংঘ সদস্যদের প্রত্যেকের মাথাপিছু চাদার পরিমান নির্ণয় কর।
৪: প্রত্যেক পরিবারের জন্য যুবসংঘের দেওয়া খাদ্য ও নিত্য | প্রয়ােজনীয় দ্রব্যাদি উদ্দীপকে উল্লিখিত সময়ের জন্য পর্যাপ্ত কী না? ব্যাখ্যা কর।

নবম শ্রেণীর শিক্ষার্থীদের জন্য সপ্তাহে গণিত বিষয়ে এর অ্যাসাইনমেন্ট লেখার নির্দেশনা অনুসরণ করে  একটি বাছাই করা নমুনা উত্তর প্রস্তুত করে দেয়া হলো। এটি অনুযায়ী নবম শ্রেণীর সপ্তম অধ্যায়ের গণিত বিষয়ের এসাইনমেন্ট এর উত্তর লিখলে তোমরা সর্বোচ্চ নম্বর পাওয়ার নিশ্চয়তা রয়েছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top
Scroll to Top